তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রাণচাষ্ণল্য ফিশারিঘাটের মৎস্য আড়ত

ফিসারীঘাট বাজার ঘুরে দেখছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে ২১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে নগরীর সবচেয়ে বড় পাইকারি মৎস্য বাজারের ফিসারী ঘাট মৎস্য আড়ত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ফিশারিঘাটে উপস্থিত থেকে বেচাকেনা কার্যক্রমের উদ্বোধন করেন মহিউদ্দিন চৌধুরী। এসময় মহিউদ্দিন চৌধুরী বলেন-যেখানে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে ব্যবসার পরিবেশ নেই।অবৈধ স্থানে পুনর্বাসনের নামে যারা ব্যবসায়ীদের ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তাদেরকে আগামী ২৫ মার্চের মধ্যে টাকা ফেরত দিতে হবে।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড’র ব্যবসায়িক কার্যক্রম আবারও শুরু হয়েছে। এখান থেকে কেউ আড়ত সরানোর চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফিশারিঘাটের মৎস্য বাজারে ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে।

ব্যবসায়ীরা জানান, ১৯৮৭ সালে মরহুম আবদুর রহমান প্রকাশ বালা সওদাগর সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেন। সমিতির নামে সরকারের কাছ থেকে ফিশারিঘাটের জায়গাটি দীর্ঘমেয়াদী বন্দোবস্তি নেওয়া হয়। এরপর থেকে মৎস্য ক্রেতা এবং বিক্রেতাদের মিলন মেলা বসে প্রতিভোরে।

এসময় অন্যান্যের মধ্যে সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির নেতা সিদ্দিক সওদাগর, শামসুল আলম, আবদুর শুক্কুর সওদাগর, মোহাম্মদ মহসিন, জানে আলম, স্বরূপ বিকাশ বড়ুয়া, মো. মহসিন, মো. পারভেজ, মো. আলমগীর, মো. ফজল, মহিউদ্দিন পাভেল, জামাল আহমদ, কোতোয়ালী থানা আ.লীগের সম্পাদকম-লীর সদস্য ওমর ফারুক, আ.লীগ নেতা মশিউর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন