
সীতাকুণ্ড : ত্যাগী রাজনীতিক, সাবেক ছাত্রনেতা ও মৎস্য অধিদপ্তরের সাবেক উপ-সহকারি পরিচালক মরহুম আ জ ম বদরুল হাসানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা শনিবার (১৭ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মরহুমের স্মরণে প্রথমে একমিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসা’র পৃষ্ঠপোষকতায় ও সাপ্তাহিক চাটগাঁর বাণীর আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আ ম ম দিলসাদ।
আরো পড়ুন : দেশে ফিরেছেন ১ হাজার ৯৪২ হাজি
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান
চাটগাঁর বাণী’র প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ মঞ্জু, সংগঠক লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, বর্নালী ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী এ কে এম মসিউদ্দৌলা, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, আওয়ামী লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর ভূঁইয়া, জাসদ নেতা সাইফুল আকতার, আহমেদ হোসেন নিজামী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী (বাবু), সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শেখেরহাট উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু বক্কর, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মানিক. সীতাকুণ্ড উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য, সাবেক ছাত্রনেতা মো. শাহাজাহান চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ইপসা’র উন্নয় কর্মী আনিসুল হক, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউছুপ খান, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খান প্রমুখ।

বক্তারা বলেন, আ জ ম বদরুল হাসান ছিলেন বহুগুণের অধিকারী একজন পরীক্ষিত প্রতিভাবান নেতা। তিনি ছিলেন দলের জন্য একজন নিবেদিত প্রাণ। সর্বজনশ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে আমরা অকালে হারিয়েছি। তার শূন্যতা এখনো কেটে ওঠেনি। দলের যে কোনো আদেশ ও নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।