দেয়াল ধ্বসে ৩ জনের মৃত্যু, ১জন আহত রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি শহরের কলেজগেট মন্ত্রিপাড়ায় পাহাড়ের দেয়াল ধ্বসে চাপা পড়াদের উদ্ধার কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : চৌধুরী হারুনুর রশিদ

রাঙ্গামাটি : অপরিকল্পিত বাড়ি নির্মাণের কারণে পার্শ্ববর্তী পাহাড়ের দেয়াল ধ্বসে ঘটনাস্থলেই বাড়ির মালিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ জন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের কলেজগেটের মন্ত্রিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড়ের খাদে নির্মিত দ্বিতলবিশিষ্ট একটি পাকাবাড়ির পেছনে পাহাড় ঘেঁষে গর্ত খুঁড়ে আরেকটি কক্ষ নির্মাণের জন্য কাজ করছিলেন ওই চারজন। এ সময় পাশের পাহাড়ের সীমানা পাকা দেয়ালটি হঠাৎ ধ্বসে পড়ে। এতে চারজন দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় স্থানীয়দের সহায়তায় মো. ফারুক (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকর্মীরা বাড়ির মালিক মো. শামসুল আলমকে (৪০)সহ অপর দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার (৩৪) ও হানিফ ফরাজির (৪২)কে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাপা পড়া হতাহত চারজনকে উদ্ধার শেষে অভিযানের সমাপ্ত করা হয়েছে।

উল্লেখ্য রাঙ্গামাটি শহরে অপরিকল্পিত বাড়ী ও দেয়াল নিমার্ণ বিধিমালা ১৯৯৬ তথা বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে না । ঝুকিপুর্ণ ব্রিক ওয়াল নিমার্ণে অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহন করেনা-এমন অভিযোগ বাসিন্দাদের।

রাঙ্গামাটি শহরের কলেজগেট মন্ত্রিপাড়ায় পাহাড়ের দেয়াল ধ্বসে চাপা পড়াদের উদ্ধার কাজ করছেন উদ্ধারকর্মীরা

শেয়ার করুন