শ্বাসরুদ্ধ জঙ্গি অভিযানে নারী ও শিশুসহ পাঁচজন নিহত সীতাকুণ্ডে

সীতাকুণ্ডে জঙ্গি অভিযানশেষে নিরাপদে আসছেন বন্দি পরিবারের সদস্যরা। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : সীতাকুণ্ডে দু’টি জঙ্গি আস্তানায় ২০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছেন।পুলিশ জানায়, নিহতদের মধ্যে দু’জন ছিলেন নব্য জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। বাকি দুই জঙ্গি আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে গুলিবিনিময়কালে প্রাণ হারান। সর্বশেষ ছয় বছর বয়সের এক শিশুর মৃতদেহ সিঁড়ির উপর পাওয়া যায় বৃহস্পতিবার সন্ধ্যায়।

অভিযানের শেষ পর্যায়ে ওই বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ২০ বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম অপারেশন অ্যাসল্ট-১৬ নামের ওই অভিযান শেষের ঘোষণা দেন। প্রায় ১৯ ঘণ্টার এই অভিযানে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ টিম, সিআইডির ক্রাইম সিন ও পুলিশ সদর দফতরের এলআইসি টিমের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষ হওয়ার পর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কাজ। বিকাল ৩টায় কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি কাজী ছানোয়ার আহমেদ ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের কথা সাংবাদিকদের জানান।

ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, ‘আমাদের চেষ্টা ছিল ভবনের সাধারণ বাসিন্দাদের অক্ষত অবস্থায় বের করে আনা। বুধবার রাতে কয়েকবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আমাদের অপারেশন শুরু হয়। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ভবনের বিভিন্ন দিকের জানালা খুলে ফেলে সেখান থেকে নারী ও শিশুসহ ২০ জনকে বের করে আনা হয়েছে। ভবনের সামনের দিকে যে বোমাটি ছিল সেটিও বিস্ফোরণ করা হয়েছে। ভবনের ভেতরে দু’টি কক্ষে প্রচুর বিস্ফোরক ও বোমা রয়েছে। ছাদেও একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে।

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন ভবন নিরাপদ করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ টিম ভেতরে প্রবেশ করছে। আমরা চারটি মৃতদেহ সেখানে দেখেছি। দুটি লাশ একেবারেই ছিন্নভিন্ন হয়ে রয়েছে। দুটি লাশ মোটামুটি বোঝা যাচ্ছে। শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে গিয়ে পড়েছে। এ ঘটনায় দুই সোয়াত সদস্য, এক পুলিশ ও এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।

ডিআইজি আরো জানান, ‘নিহত চার জঙ্গি নব্য জেএমবির সদস্য। চট্টগ্রামের এই অঞ্চলে সরকারের প্রচুর উন্নয়ন কাজ চলছে। এখানে অনেক বিদেশি কাজ করছে। বিদেশিরাই জঙ্গিদের টার্গেট ছিল।’ বুধবার আটক দুই জঙ্গি সম্পর্কে তিনি জানান, ‘যে দুজন আটক হয়েছে তারা অত্যন্ত হার্ডলাইনার। কোনো কথাই তারা বলছে না। আমরা একাধিকবার চেষ্টা করেছি তাদের কাছ থেকে কথা বের করার জন্য। কিন্তু তারা মুখ খুলছে না।

রাতে দফায় দফায় হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বানও জানায় পুলিশ। কিন্তু জঙ্গিরা ভেতর থেকে গ্রেনেড নিক্ষেপ করে প্রতিরোধ করতে থাকে। গভীর রাতে ঢাকা থেকে পুলিশের বিশেষ টিম সোয়াত ঘটনাস্থলে আসে। সকাল ৬টার দিকে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট-১৬’। অভিযানে সিএমপি, সোয়াত, জেলা পুলিশ, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট, র্যাব ও পুলিশ অংশ নেয়। এ সময় ভবনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। অভিযানের শেষ পর্যায়ে ভবনের ভেতরে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নারীসহ চার জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। দুপুর একটার দিকে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় সিআইডির ফরেনসিক টিম। রাতভর অভিযানকে কেন্দ্র করে সীতাকুণ্ডের প্রেমতলাসহ আশপাশের এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে। সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল-কলেজ ও অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘এটা ছিল আমাদের জন্য একটা দুঃসাহসিক অভিযান। নিজেদের নিরাপদে রেখে ও বাড়ির অন্য বাসিন্দাদের নিরাপত্তা বজায় রেখে অভিযান চালানো ছিল চ্যালেঞ্জিং কাজ। ভবনের ভেতরে নারী, শিশু ও বৃদ্ধ ছিল। তাদের যেন কোনো ক্ষতি না হয় সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। সবদিক ঠিক রেখে সফলভাবে আমরা অভিযান সম্পন্ন করেছি।’

শেয়ার করুন