গবেষকদের দাবি আগেই জানা যাবে মৃত্যুর সম্ভাব্যতা

,

মানুষ মাত্রই মরণশীল। কিন্তু কে কখন কোথায় মারা যাবে তা বলা মুশকিল। কিন্তু এবার গবেষকরা দাবি করছেন রক্ত পরীক্ষা করে মৃত্যুর সম্ভাব্যতা জানা যাবে। রক্তের বিশেষ পরীক্ষার মাধ্যমে আগামী দশ বছরের মধ্যে মৃত্যু ঝুঁকি আছে কিনা সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সম্প্রতি জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের একদল গবেষক বহু মানুষের ওপর এক পরীক্ষা চালিয়ে এমনটিই দাবি করেছেন।

আরো পড়ুন : শুক্রবার নামাজের পর কাশ্মীরে বিক্ষোভের ডাক
আরো পড়ুন : জন্মাষ্টমী ও শ্রীকৃষ্ণের জন্মকথা

তাদের দাবি, ৪৪ হাজার লোকের ওপর সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় তারা নিশ্চিত হয়েছে, রক্তে ১৪টি বায়োমার্কার বা জৈবসূচক মৃত্যুর ঝুঁকিকে প্রভাবিত করে। এগুলো অনাক্রম্যতা, গ্লুকোজ নিয়ন্ত্রণ থেকে শুরু করে চর্বি এবং প্রদাহ সম্পর্কিত সমস্ত কিছুর সঙ্গে জড়িত।

গবেষণায় বায়োমার্করের একটি পরীক্ষায় আগামী দুই থেকে ১৬ বছরের মধ্যে কেউ মারা যাবেন কিনা, এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। পরে এর ৮৩ শতাংশই সঠিক প্রমাণিত হয়।

গবেষণায় রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রার মতো কারণের ভিত্তিতে কোনো ব্যক্তি আগামী বছরের মধ্যে মারা যাবেন কিনা, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন।

এদিকে বিজ্ঞানীরা আশা করছেন, ওই পরীক্ষার ফলাফলগুলো আগামীতে রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্লাড টেস্টে ব্যবহার করা যেতে পারে।