
চট্টগ্রাম : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব। তাদের নাম এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।
শুক্রবার (২৩ আগস্ট) কোতোয়ালী থানার চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরো পড়ুন : হাইকোর্টের তিন বিচারপতিকে অব্যাহতি, অনিয়েমের তদন্ত শুরু
আরো পড়ুন : আজীবন মানবতার জয়গান গেয়েছেন শ্রীকৃষ্ণ
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক। বিষয়টি জানতে পেরে র্যাব অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।