দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি
নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে বোমা হামলা, নিহত ১

নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে বোমা হামলা। ছবি সংগৃহীত

ঢাকা : রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন- র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়েছে। এতে বোমা বহনকারী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন র‌্যাব সদস্য।

শুক্রবার (১৭ মার্চ) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুই র‌্যাব সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বর্তমানে তারা আশংকামুক্ত।

এ ঘটনায় র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিকাল ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করেন।

তিনি সাংবাদিকদের বলেন, নামাজের সময় হাজী ক্যাম্পের পাশে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে এক যুবক প্রবেশ করে। র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় দুইজন র‌্যাব সদস্যও আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বর্তমানে তারা আশংকামুক্ত রয়েছেন।

বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় এবং সে কোন সংগঠনের সদস্য সে বিষয়ে অবশ্য কিছু জানাতে পারেননি এ র‌্যাব কর্মকর্তা। তবে এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন-তদন্তশেষে আপনাদেরকে (সাংবাদিকদের) বিস্তারিত জানানো যাবে।

এদিকে একের পর এক জঙ্গি হামলা এবং দেশব্যাপী জঙ্গি গ্রেফতারের ফলে দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৭ মার্চ) নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়।

আইজি প্রিজনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে জঙ্গি সংশ্লিষ্টতা এবং জঙ্গি হামলায় জড়িতরা অবস্থান করছেন। এমন অবস্থায় কারাগারগুলোতে হামলার আশংকা করা হচ্ছে।

এ কারণে দেশের সব কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন