ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণে বাঁধা দিচ্ছে সরকার : ডা. শাহাদাত

মহানগর ও উত্তর জেলা জাসাসের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগ বর্তমানে সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ৬০ হাজারেরও অধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুর ভয়াবহতায় এ পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছে।

শনিবার (২৪ আগস্ট) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সামনে নূর আহমদ সড়কে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা জাসাসের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরো পড়ুন : থানা থেকে মানুষ যেন হাসিমুখে ফিরতে পারে : আইজিপি
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত : বীর বাহাদুর

তিনি বলেন, চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে শুরু থেকেই মহানগর বিএনপির পক্ষ থেকে পরামর্শ কেন্দ্র ও মেডিকেল হটলাইন সেবা চালুসহ গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে। সরকারের অবহেলার কারণে ডেঙ্গু আজ সারাদেশে প্রকট আকার ধারণ করেছে। মশা নিধনে সরকার এখানো সুপরিকল্পিত কোন পদক্ষেপ নেয়নি। মশার বংশ বিস্তাররোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে মশা নিধনের আনা ওষুধ পরীক্ষা ছাড়াই ব্যবহার করছে। এ ওষুধের কার্যকারিতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে জাসাসের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে র‌্যালী ও লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। কিন্তু জনবিচ্ছন্ন সরকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণেও বাঁধা দিচ্ছে। সরকারের শত বাঁধা উপেক্ষা করে বিএনপি জনগণের পাশে থাকবে, বিএনপি জনগণের দল।

প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণপূর্ব
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহসান উল্লাহ চৌধুরী, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকন, সাংগঠনিক সম্পাদক ও চলচ্ছিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন।

মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন ও উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম এ আজিজ, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল আউয়াল চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সহসম্পাদকবৃন্দ আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, ডা. লুসি খান, জেলী চৌধুরী, আবু মুসা, আবদুল হাই, আলী আজম, আলহাজ¦ জাকির হোসেন, আখি সুলতানা, এম এ রাজ্জাক, সাইফুর রহমান শপথ, জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন চৌধুরী, জাসাস নেতৃবৃন্দ হাসান মুকুল, আমিনুল ইসলাম, খন্দকার সাইফুল ইসলাম, শেখ জামিল হোসেন, দোস্ত মোহাম্মদ, সৈয়দ জিয়া উদ্দিন, রিপন তালুকদার, আবুল কালাম, সাইফুল ইসলাম টুটুল, প্রফেসর সেলিম নিজামী, মো. মহিউদ্দিন, নাজমা সাঈদ প্রমুখ।

শেয়ার করুন