সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা সোমাও মৃত্যুর কাছে হেরে গেলেন

স্বামী শোভন এর সাথে শিক্ষিকা সোমা ঘোষ

চট্টগ্রাম : টানা ২২ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত সোমা ঘোষ(৩৮)। রবিবার (২৫ আগস্ট) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ঘোষ। এর আগে একই দুর্ঘটনায় প্রধান শিক্ষিকা জুবেদা খানম (৪০) ও সহকারী শিক্ষিকা আমেনা ইয়াসমিন (৩৫) মারা যান।

তিন শিক্ষিকার মৃত্যুতে রাঙ্গুনিয়ার প্রাথমিক শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃসহ রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন : ই-পাসপোর্ট পাওয়া যাবে এখন ৭২ ঘণ্টায়
আরো পড়ুন : দালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না : প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, দীর্ঘ ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা সোমা ঘোষ মৃত্যু বরন করেন।

উল্লেখ্য,গত ৩ আগস্ট চট্টগ্রাম শহরের শোলকবহর এলাকায় তিন শিক্ষিকাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ইয়াসমিন নিহত হন। পরে আহত দুইজনের মধ্যে প্রধান শিক্ষিকা জুবেদা খানম ষষ্ট দিনের মাথায় নগরের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার ভোরে মারা গেলেন সোমা ঘোষ

শেয়ার করুন