নাইক্ষ্যংছড়ির মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে

মাসিক আইন শৃঙ্খলা সভায় বক্তারা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি।

আরো পড়ুন : দালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : ভিডিওকাণ্ডে জামালপুরের সেই জেলা প্রশাসক ওএসডি

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। অন্যান্যদের মধ্যে ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, মাননীয় মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বশর, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, ১১বিজিবির জেসিও সুবেদার সামিউল,সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা প্রমুখ।

সভায় প্রধান অতিথি অধ্যাপক শফিউল্লাহ বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। এছাড়াও অপহরণ ও ডাকাতি সংঘটিত হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

মাসিক আইন শৃঙ্খলা সাভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজনসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন