খাগড়াছড়িতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথকভাবে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে কদমতলিস্থ পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কেক কাটা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।

অপর দিকে জেলা আওয়ামীলীগের অপর অংশ জাহেদুল আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে পৃথক ভাবে র‌্যালী বের করে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

অন্যদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগ সরকারী-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর জন্মদিন,বাংলাদেশের খুশির দিন” এই প্রতিপাদ্যকে ধারণ করে, সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিশুদের একটি র‌্যালী বের হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে টাউন হলের সামনে শান্তির পায়রা ও বেলুন উড়ানোর পরপর টাউন হলে স্থাপিত জাতির জনকের প্রতি কৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভারত পত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল হক ও পুলিশ সুপার মো. আলী আহমেদ খান, আলহাজ্ব মোঃ জাহেদুল আলম,মেয়র রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন