ছোট শিশু-বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বিপাকে দুই গৃহবধু

ভুক্তভোগী গৃহবধুদের সংবাদ সম্মেলন।

সীতাকুণ্ড : সলিমপুরে বেঙ্গল ব্রিক ফিল্ডের একজন ইলেক্ট্রিশিয়ান ফাহিনুল ইসলাম।  প্রতিদিনের মত কাজ শেষে ঘরে যে মানুষটি ফেরার কথা সে এখন হাসপাতালে পুলিশ পাহারায়।  পরিবারের একমাত্র উপার্জক্ষম মানুষটি পুলিশের হাতে বন্দি। পরিবারের দাবী সাজানো ঘটনায় তাদেরকে আটক করেছে পুলিশ। যার ফলে পরিবারের ছোট শিশু, বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বিপাকে পড়েছেন সলিমপুরের দুই গৃহবধু।

আরো পড়ুন : দুবাইয়ে দুই কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি দর্জি
আরো পড়ুন : গণমাধ্যমে কথা বললে বাতিল হবে মিন্নির জামিন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সীতাকুণ্ড প্রেসক্লাবে এসে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে  এভাবেই নিজেদের অসহায়ের কথা বর্ণনা করেন গ্রেফতারকৃত  ইলেক্ট্রিশিয়ান ফাহিনুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, মোঃ জাহাঙ্গীর আলমের মা নুর বানু ও গুলিবিদ্ধ বাবুল এর স্ত্রী মোঃ দেলোয়ারা।

সীতাকুণ্ডের সলিমপুরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তারের ঘটনা সাজানো নাটক বলে দাবী করেছেন আটককৃত পরিবারের স্বজনরা।

শেয়ার করুন