‘জঙ্গিবিরোধী’ ব্লক রেইডে জামায়াত নেতা আটক

চট্টগ্রাম: ৯ মার্চ থেকে নগরীর বিভিন্ন এলাকা টার্গেট করে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। অভিযানে মাসুদ পারভেজ নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে সাংগঠনিক বইপত্র ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় চলে ব্লক রেইড। এতে প্রায় অর্ধশতাধিক পুলিশ অংশ নেয়।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান অভিযানে নগর জামায়াতের ‍রুকন ও ছোটপুল ইউনিট জামায়াতের সভাপতি মাসুদ পারভেজকে তার বাসা থেকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, মাসুদ পারভেজ ৬-৭টি নাশকতার মামলার আসামি। তিন মাস আগে জামিনে বের হয়ে আবারও দলকে সংগঠিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) ফারুকুল হক বলেন, ৯ মার্চ থেকে নগরীতে আমরা জঙ্গিবিরোধী ব্লক রেইড শুরু করেছি। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা টার্গেট করে ‍চালানো হচ্ছে অভিযান।

শেয়ার করুন