পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

.

চট্টগ্রাম : নগরীর পার্কভিউ হাসপাতালে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর জাফরাবাদ সমাদারপাড়া পাহাড়িকা আবাসিক এলাকার আবদুল ওয়াহিদ মোল্লার ছেলে বাদশা (৫৫)।

শনিবার (৩১ আগস্ট) ভোরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড সলিমপুরের বাসিন্দা বাদশা মোল্লা গত ২২ আগষ্ট ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে ডেঙ্গু এনএসওয়ান পরীক্ষায় রিপোর্ট প্রজিটিভ হলে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হয়ে শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : পৃথিবীর মানুষ বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে
আরো পড়ুন : পিকনিকের বাসে ৫৮ হাজার ইয়াবাসহ চালক ও সহকারী আটক

এই রোগির চিকিৎসার তত্বাবধানে থাকা মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ডেঙ্গু এনএসওয়ান প্রজেটিভ ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।