সীতাকুণ্ড হতে পারে আরো একটি কক্সবাজার : মেয়র বদিউল আলম

কর্মশালায় বক্তব্য রাখছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বদিউল আলম

সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বদিউল আলম বলেছেন, যুদ্ধের পর কক্সবাজারে যখন যেতাম সাইমন হোটেলটি ছাড়া তেমন কোন অবকাঠামো চোখে পড়ত না। এখন কক্সবাজার পর্যটন শহরে পরিণত হয়েছে। সীতাকুণ্ডে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন-ইপসা পরিবেশবান্ধব পর্যটন শিল্প বিকাশে উদ্যোগ যে গ্রহণ করেছে তাদের সহযোগিতা করতে হবে। বিকাশমান এই শিল্পটিতে নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত করা যায় তাহলে সীতাকুণ্ড একদিন কক্সবাজার হবে। ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশের জন্য একটি ক্যাম্প স্থাপনের বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু জায়গার অভাবে সেটি আর করা হয় নি। বর্তমানে ট্যুরিস্ট পুলিশহীন সীতাকুণ্ড ও মিরসরাই।

আরো পড়ুন : ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন : ইয়াবাসহ ‘মানবাধিকার সংগঠনের সভাপতি’ আটক পটিয়ায়

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে পিকেএসএফ’র সহযোগিতায় ও ইপসার আয়োজনে স্থানীয় নেতৃবর্গের সঙ্গে ‘চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ইকো-ট্যুরিজম শিল্পের উন্নয়ন ’’ শীর্ষক ইকো-ট্যুরিজম বিষয়ক কর্মশালায় সভাপতিত্বের বক্তবে উপোরোক্ত কথাগুলো বলেন। ফোকাল পার্সন জিমি রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ (শামীম), কাউন্সিলর শামসুল আলম, কাউন্সিলর মোঃ মাসুদ, কাউন্সিল আনোয়ার হোসেন, কাউন্সিলর মফিজুর রহমান, কাউন্সিলর জহিরুল ইসলাম, ইপসার প্রজেক্ট ম্যানেজার নেওয়াজ মাহমুদ, আনিসুল হক, রেডিও সাগর গিরি’র অনুষ্ঠান প্রযোজক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন