মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
জঙ্গি ইস্যুতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

চট্টগ্রাম : স্বাধীনতা-সার্বভৌমত্ব, যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ইস্যু এবং জঙ্গিবাদ সমস্যায় মিডিয়া ও সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই। সীতাকুণ্ডের মতো ঘটনা চট্টগ্রাম শহরেও ঘটতে পারে। গণমাধ্যমেও আক্রমণ চালানোর ধৃষ্টতা দেখাতে পারে তারা। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আবার প্রশাসন ভুল করলে তাও তুলে ধরতে হবে।

শনিবার (১৮ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এসব মন্তব্য করেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গিবাদের অবসান হবেই। এক্ষেত্রে মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা নেওয়ার সুযোগ নেই। যেমনভাবে জাতীয় ইস্যুতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই।

তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, স্বাধীনতাবিরোধী-মানবতাবিরোধী অপরাধীদের বিচার ইস্যুতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। মানবতাবিরোধীদের বিচারের পক্ষ নিতে হবে। মৌলবাদ ও জঙ্গিবাদ গণতন্ত্র, স্বাধীনতা ও মানবতার শত্রু। অগ্রযাত্রার পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এরা। তাদের বিচারে নিরপেক্ষ থাকার সুযোগ নেই।

সীতাকুণ্ড, ঢাকাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক আত্মঘাতী জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, মনে হয় নতুন করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। একসময় বাংলাদেশে আইএস আছে এমনটি প্রমাণের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এর আগে ৬৪ জেলায় একযোগে বোমা হামলা দেখেছি। এর মাধ্যমে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানের ঘোষণা দেওয়া হয়েছিল। গুলশানে রেস্টুরেন্টে হামলা, শোলাকিয়ার হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু সফল অভিযানও পরিচালনা করেছিল। এবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা, রুটি-রুজির অধিকারের জন্য সংকীর্ণ রাজনৈতিক লেজুড়বৃত্তি ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে সাংবাদিক সমাজ, ইউনিয়ন দুই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিভক্ত হওয়ায় রুটি-রুজির আন্দোলন ও জাতীয় ইস্যুতে সাংবাদিক সমাজ সঠিক ভূমিকা রাখতে অনেকটাই ব্যর্থ। ঐতিহ্য ফিরে পেতে হলে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার। সাধারণ সম্পাদক কবি শুকলাল দাশের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সদস্য হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

ধন্যবাদ বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

শেয়ার করুন