দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোচ্ছ্বটা গণমাধ্যম

দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিবৃন্দ।

সংবাদপত্র গণতন্ত্রের দুর্গম-বন্ধুর পথকে সুগম-মসৃন করে। সংবাদপত্র বঞ্চিত-পীড়িত মানুষের কন্ঠস্বর। গণতন্ত্র জিন্মি হলে গণমাধ্যম (দৈনিক ভোরের ডাক) সোচ্চার ত্রাতা। অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোচ্ছ্বটা গণমাধ্যম।

শনিবার (১৮ মার্চ) সকালে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দৈনিক ভোরের ডাক আগামী দিনগুলোতে দেশের দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রূপ-ঐতিহ্য তার লেখনির মাধ্যমে তুলে ধরবে। অন্ধকারাচ্ছন্ন সমাজ বদলের হিরন্ময় হাতিয়ার হবে দৈনিক ভোরের ডাক। মরণনেশা মাদক এবং সাম্প্রতিক সময়ের আত্মঘাতি জঙ্গিবাদ নির্মূলেও ভোরের ডাক তার লেখনির মাধ্যমে অগ্রণি ভূমিকা রাখবে।

রাজনৈতিক ব্যক্তিত্ব আবু সফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অহংকার বীরঙ্গনা রমা চৌধুরী।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মাসুম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, রূপসা কিংস গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিজয় টিভির ব্যুরো প্রধান এস.এম শহিদুল্লাহ, রিপোর্টার স.ন.ম মনিরুল ইসলাম মুন্না, ইঞ্জিনিয়ার মনোজ কুমার দে, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কামরুল হুদা, ভোলা জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের নেতা আলমগীর নূর, দি রয়েলস ক্লাবের নেতৃবৃন্দ, ভোলা জেলা ষ্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ইয়াছির আরাফাত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন সংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহিম, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক কাজী হুমায়ুন কবির, প্রকাশনা সম্পাদক মো. নুরুল কবির, চসিক কর্মচারী লীগ সিবিএ এর সহ-সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরন শর্মা।

শেয়ার করুন