এবার ড. ইউনুস পেলেন ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার

নোবেল জয়ী ড. ইউনুস

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার প্রদান করল ভ্যাটিকান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইতালির আসিসিতে অবস্থিত ‘বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিস’-এ এক অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের হাতে এ পুরস্কার তুলে দেন হোলি কনভেন্ট এবং প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি।

আরো পড়ুন : বাংলাদেশী পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার চট্টগ্রামে
আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের চাপাতির কোপে সীতাকুণ্ডের যুবক খুন

রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ১৯৮১ সালে পোল্যান্ডের প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা লেস ওয়ালেসাকে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। এরপর পোপ দ্বিতীয় জন পল, দালাইলামা, কলকাতার সেইন্ট তেরেসা এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভ্যাটিকান নেতৃবৃন্দ, রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও অধ্যাপক, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন