কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেব : ডিএমপি কমিশনার

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অভিযান চালিয়ে ঢাকায় কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেব। কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকতে দেব না।

শনিবার(৭সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না।

এছাড়াও এসময় অন্য কাউকেই তাজিয়া মিছিলে নাশকতা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার(৬সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১০ জনকে আটক করে পুলিশ।

শেয়ার করুন