খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি : স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ আগস্ট)
সকালে স্থানীয় প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় মা, নবজাতক ও শিশু-কিশোরী স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি যক্ষ্মাসহ জনস্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতায় করণীয় শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন : চট্টগ্রামের হালিশহরে ভুয়া ডাক্তার ওসমান গনী আটক
আরো পড়ুন : গানের পাখি আশা ভোঁসলে পা রাখলেন ৮৬ বছরে

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান রানা ও নাসরিন গীতি প্রশিক্ষকের বক্তব্য রাখেন।

বিকেলে, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি থেকে প্রকাশিত দৈনিক অরণ্য বার্তার সম্পাদক ও বিএমএসএফ’র নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন মো: ইদ্রিছ মিঞা, বিএমএসএফ’র মহাসচিব খায়রুজ্জামান কামাল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নভাপতি নুরুল আজম, প্রেসক্লাব সভাপতি জিনে বড়ুয়া।

পরে, প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২৫ জন প্রশিক্ষণর্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।