চট্টগ্রামে সুইমিংপুল নির্মাণ বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে সুইমিংপুল নির্মাণ বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : সিজেকেএস এর নিজস্ব জায়গায় খেলাধূলার স্বার্থে এ সুইমিংপুল নির্মিত হচ্ছে। এতে যদি কারো স্বার্থে আঘাত লাগে যদি তারা বাধা দান করে তাহলে তা সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনকে শক্ত হাতে মোকাবেলা করার আহবান জানিয়ে বক্তারা বলেছেন, এ সুইমিংপুল নির্মাণে বিরোধীতা করা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধীতা করার শামিল।’

শনিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো: শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মো: অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, নোমান আল মাহমুদ ও মো: দিদারুল আলম।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য একেএম আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন, আলমগীর কবির, এ.এস.এম. সাইফুদ্দিন, শওকত হোসেন, রাশেদুর রহমান মিলন সহ বিভিন্ন একাডেমির কোচ, কর্মকর্তা, বিপুল সংখ্যক খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ।

সভায় বক্তারা বলেন-“এ সুইমিংপুল নির্মাণে বিরোধীতা করা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধীতা করার শামিল। কারণ, চট্টলাবাসীর সুইমিংপুলের দাবি পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের দাবিতে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রীড়া পরিষদকে এ সুইমিংপুল নির্মাণের নির্দেশ দেন। তাই চট্টগ্রামের ক্রীড়ামোদিদের প্রাণের দাবি ও বহুপ্রতীক্ষিত এ সুইমিংপুল নির্মাণে বাধাদানকারীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন মাননীয় মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন”।

তাছাড়া, সিজেকেএস এর নিজস্ব জায়গায় খেলাধূলার স্বার্থে এ সুইমিংপুল নির্মিত হচ্ছে। এতে যদি কারো স্বার্থে আঘাত লাগে যদি তারা বাধা দান করে তাহলে তা সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য বক্তরা আহবান জানান।

শেয়ার করুন