যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন

নিহত মো. ফিরোজ-উল আমিন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭সেপ্টেম্বর) ভোররাতে ইস্ট ব্যাটন রুজে এক প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন মি. লাকি’স ভ্যালারো গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জানিয়েছে পুলিশ ।

নিহত মো. ফিরোজ-উল আমিন (২৯) লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি করার পাশাপাশি ওই গ্যাস স্টেশনে খণ্ডকালীন ক্লার্কের কাজ করতেন।

ইস্ট ব্যাটন রুজের এই গ্যাস স্টেশনেই হত্যা করা হয় ফিরোজকেইস্ট ব্যাটন রুজের এই গ্যাস স্টেশনেই হত্যা করা হয় ফিরোজকেরাত সাড়ে ৩টার দিকে এক বন্দুকধারী ওই গ্যাস স্টেশনের অফিস ভবনে ঢোকে একং ফিরোজকে গুলি করে ক্যাশ থেকে টাকা নিয়ে চলে যায়। গুলিবিদ্ধ ফিরোজ ঘটনাস্থলেই মারা যায় বলে ইস্ট ব্যাটন রুজ শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়।
ফিরোজদের বাড়ি গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ সংলগ্ন এলাকায়। গত বছর সেপ্টেম্বরে তার বাবা মারা যান। দুই ভাইবোনের মধ্যে ফিরোজ ছিলে বড়। তার মৃত্যু সংবাদে ছোট বোন ও মা ভেঙে পড়েছেন বলে ফিরোজের বন্ধুরা জানিয়েছেন।

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা বাংলাদেশি রিয়াজ আহমেদ জানান, সামনের ডিসেম্বরে দেশে যাওয়ারি কথা ছিল ফিরোজের। তখন তার বিয়ের আয়োজন করছিলেন তার মা।

“বিয়ের জন্য টাকা জমাতে গত কয়েক মাস ধরে ওই গ্যাস স্টেশনে কাজ করছিল ফিরোজ। গত সপ্তাহে বিয়ের আংটিও কিনেছিল। পরিকল্পনা করছিল, বিয়ের পর ইন্দোনেশিয়ার বালিতে যাবে হানিমুনে। এখন তো সব শেষ হয়ে গেল।”

লুইজিয়ানায় ‘দেবী’ সিনেমার মহরতে বন্ধুদের সঙ্গে হলুদ পাঞ্জাবি পরিহিত ফিরোজ-উল আমিন লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা ফিরেজ এক সময় টাইগার আইটিতেও কাজ করেছেন। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপক গোল্ডেন জি রিচার্ডের অধীনে পিএইচডি করছিলেন।
অধ্যাপক রিচার্ড এক বিবৃতিতে বলেন, “সাইবার সিকিউরিটি বিষয়ে গবেষণা করছিল ফিরোজ। সে ছিলেন অত্যন্ত মেধাবী। ২০২৩ সালে তার কোর্স শেষ হওয়ার কথা ছিল।”

নিউ অর্লিয়েন্সের রিজিওনাল ট্রানজিট কমিশনারের দায়িত্বে থাকা প্রবাসী বাংলাদেশি মোস্তফা সারওয়ার জানান, ময়নাতদন্ত শেষে সোমবার ফিরোজের লাশ হস্তান্তর করা হতে পারে। এরপর দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।