কক্সবাজারে তিন দিনব্যাপী ‘দি লংগেস্ট ওয়াক’ শুরু

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে দেশে ও বিশ্ব দরবারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘‌‌দি লংগেস্ট ওয়াক ২০১৭’। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ হাঁটা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়। এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা লাবনী পয়েন্ট থেকে হাঁটা শুরু করে ১০০ কিলোমিটার পার হয়ে সোমবার (২০ মার্চ) টেকনাফের শাহপরির দ্বীপ পৌঁছাবেন। এতে ৩০ জন অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও মুক্তিযোদ্ধারা রয়েছেন। অংশগ্রহণকারীরা হাঁটার পথে সৈকতের ময়লা আবর্জনাও পরিষ্কার করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি হোসেইন মোহাম্মদ রায়হান কাজেমি, বেজক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ও আউটডোর এক্টিভিটি প্রতিষ্ঠান বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এ কার্যক্রমে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এর সার্বিক সহায়তা করবে কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।

‘দি লংগেস্ট ওয়াক’ এ ইনানি ও নোয়াখালি পাড়ায় দুটি নেচারক্যাম্প করা হবে। নেচারক্যাম্পের সময় আয়োজক কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের করনীয় ও কক্সবাজারের পর্যটন সম্প্রসারণে তাদের ভূমিকা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করবেন।

শেয়ার করুন