ছায়ানীড়ে নিহত জঙ্গি মিরপুরের নিখোঁজ দুই তরুণ
‘আমরা আমাদের পথ খুঁজে পেয়েছি’ চিরকুট রেখে বাড়ি ছাড়ে রাফিদ ও আয়াত

মিরপুরের নিখোঁজ দুই তরুণ রাফিদ আল হাসান ও আয়াত আল হাসান।

চট্টগ্রাম : ‘আমরা আমাদের পথ খুঁজে পেয়েছি, আমাদের চলে যাওয়ার জন্য আরেফিনকে দায়ী করো না’ লেখা চিরকুট রেখে রাফিদ ও আয়াত বাড়ি ছাড়ে গত বছরের ৯ আগস্ট। পুলিশের ধারণা ওই দুই তরুণই সীতাকুণ্ডের ছায়ানীড়ে নিহত দুই জঙ্গি। ফলে তাদের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। মিরপুরের নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করে তারপর ছায়ানীড়ে নিহত জঙ্গিদের ডিএনএ’র সঙ্গে মিলিয়ে দেখা হবে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জঙ্গি অভিযানে সীতাকুণ্ডের ছায়ানীড়ে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়। এদের মধ্যে কামাল উদ্দিন ও জোবাইদা নামে এক দম্পতির পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। ধারনা করা হচ্ছে বাকি দুজন মিরপুর থেকে নিখোঁজ রাফিদ আল হাসান (১৭) এবং আয়াদ আল হাসান (১৯)।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানিয়েছেন, পুলিশ প্রায় নিশ্চিত হয়েছে, এরাই মিরপুর থেকে নিখোঁজ দুই তরুণ। তারপরও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএস টেস্ট করা হবে।

শুধু এ দুজনই নয় ‘ছায়ানীড়ে নিহত সবার ডিএনএ টেস্ট করা হবে। এদের মধ্যে তিন পুরুষ জঙ্গির ডিএনএর সঙ্গে মিরপুরে নিখোঁজ দুই তরুণের বাবা-মা, ভাই অথবা পরিবারের সদস্যের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এরপর আশা করি নিশ্চিত হওয়া যাবে।’ বললেন পুলিশ সুপার।

নিহত জঙ্গিদের ডিএনএ সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। মিরপুরের তরুণদের পরিবারের ডিএনএ সংগ্রহের পর পরীক্ষা করা হবে। খুব শীঘ্রই এই ব্যাপারে একটি রিপোর্ট পাব আশা করছি। বলছিলেন চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম।

১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার সাধন কুটির থেকে গ্রেফতার জঙ্গি দম্পতিকে রাফিদ ও আয়াদের ছবি দেখিয়ে তারা ছায়ানীড়ে আছে কি না জানতে চায় পুলিশ। এসময় তারা রাফিদ ও আয়াত সেখানে আছে বলে জানায়।

এসপি মিনা জানান, রাফিদ ও আয়াদ দুজন আপন খালাতো ভাই। রাফিদ এ লেভেলের ছাত্র। আয়াত কিছুদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। গত বছরের ৯ আগস্ট ‘আমরা আমাদের পথ খুঁজে পেয়েছি, আমাদের চলে যাওয়ার জন্য আরেফিনকে দায়ী করো না’ লেখা চিরকুট রেখে রাফিদ ও আয়াদ বাড়ি ছাড়ে। দুজনই মিরপুরের পূর্ব মণিপুরের বাসিন্দা। আরেফিন তাদের মামাতো ভাই। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

শেয়ার করুন