পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার খুলশীতে

নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়ক ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অভিযান চলিয়ে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিশেষ অভিযানে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে এই মানব পাচার চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ।

তিনি বলেন যে ১৮ জনকে রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে তারা বাঙালী। আটক ১৮জন কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা।’

মানব পাচারের অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজন হলেন মো. মোজ্জাফর আহমেদ প্রকাশ মোস্তাফা (৪৮) এবং মো. সামশুল আলম (৩২)।

গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়, তারা পরস্পরের যোগসাজসে অল্পশিক্ষিত বেকার নিরীহ যুবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশ হতে ভারত ও ইন্দোনেশিয়া হয়ে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর নামে জিম্মি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এডিসি মির্জা সায়েম মাহমুদ।

শেয়ার করুন