দুই যুবলীগ নেতা গ্রেফতার কুষ্টিয়ায়

চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার কুষ্টিয়ায়

কুষ্টিয়া : চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)। এর মধ্যে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম
আরো পড়ুন : এক বছর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ মালদ্বীপে

পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামে এক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্তসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন