দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অন্যায় করে কেউই পার পাবেনা বলে হুঁশিয়ার দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অবৈধ ব্যবসা, অনৈতিক কাজ, টেন্ডার বাজি যেটাই করুক তাকে আইনের আওতায় আনা হবে। আমরা যার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাব তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এটাই যে, সে যেই হোক জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক প্রমাণ পেলেই তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন