বাংলাদেশে স্থানান্তর হচ্ছে বিভিন্ন দেশের পোশাক কারখানা

ফতুল্লায় হৃদয় গ্রুপের কারখানা ঘুরে দেখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি সংগৃহীত

তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক সুবিধার কারণে চীনসহ অন্যান্য দেশগুলোর তৈরি পোশাক কারখানা বাংলাদেশে স্থানান্তর হচ্ছে। এতে করে আরএমজি খাতে আমাদের রফতানির সক্ষমতা দিন দিন বাড়ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার শিহাচর লালখা এলাকায় রফতানিমুখী পোশাক কারখানা হৃদয় গ্রুপের উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব তথ্য প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এদেশের বিশাল জনসংখ্যা, সস্তা শ্রমশক্তি এবং অভ্যন্তরীণ বিশাল বাজার শিল্পায়নের জন্য তুলনামূলক সুবিধা বাড়িয়ে দিয়েছে। ফলে রানা প্লাজা ট্রাজেডি এবং তাজরীন ফ্যাশন্স কারখানার অগ্নিকাণ্ডের পরও আমাদের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা দমে যাননি। দেশে ইতোমধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিংখাতে রফতানিমুখী প্রায় ১৫শ’ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। হৃদয় গ্রুপ এ শিল্পখাতে নতুন সংযোজন।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, হৃদয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান, গার্মেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, সাইদুল হক, আলমগীর কবীর, মোস্তফা কামাল, আশ্রাফ উদ্দিন, কাশেম, ফজর আলী প্রমুখ।

শেয়ার করুন