
চট্টগ্রাম : হুইপপুত্রের অস্ত্রের মহড়ার ছবি আরো একটি বিতর্কের জন্ম দিয়েছে। দেশজুড়ে চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে হুইপ শামছুল হক চৌধুরীর বিতর্কিত বক্তব্যে এর মধ্যে সমালোচনা চলছে। শুক্রবার বিমান বন্দরে পিতা-পুত্রের শোডাউন ভালোভাবে নেয়নি খোদ দলীয় নেতৃত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ।
প্রশ্নবানে জর্জড়িত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানান জন নানান কথাবার্তায় বলছেন বহু অজানা কথা। বেড়িয়ে আসছে অনেক অজানা তথ্য।
আরো পড়ুন : ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত মডেল ও অভিনেত্রী
আরো পড়ুন : মানব পাচার চক্রের ২ সদস্য আটক, ১৫টি পাসপোর্ট জব্দ
শোডাউনের ছবি দিয়ে একজন লিখেছেন-সরকারের দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে বেফাস মন্তব্য, মুদ জুয়ার পক্ষে সাফাই গেয়ে বিতর্কিত হওয়ার পর এবার তার পুত্রের একে-৪৭ রাইফেলের মহড়া, ছেলের মদের আসর, আচমকা বিমান বন্দরে পিতা পুত্রের মহড়া সরকারের ভাবমূর্তিকে কি উজ্জ্বল করেছে? বর্তমান সরকারের নেয়া অনেক ভাল উদ্যোগ কিছু নেতার বিতর্কিত কর্মকান্ডের কারনে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্মদিচ্ছে। এসব কর্মকান্ড কঠোরভাবে দমন করা না গেলে সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে সাধারণ মানুষের মধ্য সমালোচনা আরো বাড়বে।

আরেক সমালোচকের মন্তব্য এরকম-পটিয়ার মাটি ও মানুষের নেতা হিসেবে যাদের মানুষ সর্মান করতো আজ সে মানুষগুলোর ব্যাপারে আমরা কি শুনে যাচ্ছি? আমরা কি এমন মানুষ চেয়েছিলাম? কি প্রয়োজন ছিলো এত কিছু করার? আজ সর্ব মহলে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনকে নিয়ে সরব। শারুন আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েও তার ব্যক্তিত্ব সে ধরে রাখতে পারেনি। চট্টগ্রাম আবহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপের জেরে এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন শারুন।
এবার নতুন বিতর্ক শুরু হয়েছে তাকে ঘিরে। শারুনের হাতে একটি ভারী অস্ত্র। আর সেটি দিয়ে তিনি নিজেই প্রশিক্ষণ নিচ্ছেন। এমনই এক ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ব্যাপক নিন্দিত হন হুইপ শামসুল হক চৌধুরী। তার পুত্র শারুনের বিরুদ্ধে তারই পিতার বয়সী প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল বাক্যবানের অভিযোগও ওঠে। মুঠোফোনের সেই অডিও ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই এই ভিডিওটি ভাইরাল হল। যা কোন মতেই পটিয়াবাসী মেনে নিতে পারছে না।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হুইপপুত্র শারুন আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করছেন। তবে এটি দেশে নাকি দেশের বাইরে কেউও নিশ্চিত করা যায়নি।