প্রধানমন্ত্রীকে ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের স্মারকলিপি

প্রধানমন্ত্রীকে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের স্মারকলিপি

চট্টগ্রাম : চলমান বেতন বৈষম্য নিরসন, সকল পদে পদোন্নতি, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন, নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালুসহ ৮ দফা দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান প্রদান করেছেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় পরিষদ-১ এর নেতৃবৃন্দ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির মাধ্যমে নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন : ৫০ টাকার দ্বন্দ্বে নাইক্ষ্যংছড়িতে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত
আরো পড়ুন : ‘অফিস খরচ’ ছাড়া মিলে না মাতৃত্বকালীন ভাতা

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় পরিষদ-১ এর আহবায়ক মোঃ চুন্নু লিমন, সদস্য সচিব মোঃ রেজোয়ানুল করিম রুমন, যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউল আলম ঠাকুর, মোঃ নুরুল আমিন, মোঃ ইমরান হোসেন, মোঃ আবছার উদ্দিন, সদস্য মোঃ আছাদুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফরিদ খান, মোঃ মমিনুল ইসলাম, শেখ আজাদ হোসাইন সুমন, মোঃ জাকির হোসেন, মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, মোঃ জিহাদ হোসেন, এস.আর.শিপন, মোঃ আল আমিন, মোঃ মুরাদ, মোঃ আব্দুল হালিম প্রমুখ।

শেয়ার করুন