নবম ওয়েজ বোর্ড: বিএফইউজের ভূমিকায় সিইউজের ক্ষোভ

নবম ওয়েজ বোর্ড: বিএফইউজের ভূমিকায় সিইউজের ক্ষোভ

চট্টগ্রাম : নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ গেজেট প্রকাশের পর গেজেটের ত্রুটি-বিচ্যুতি নিয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সিইউজে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই ক্ষোভ জানানো হয়। সভায় প্রকাশিত গেজেটের সঙ্গে মন্ত্রীসভার সুপারিশ সাংঘর্ষিক বলে অভিমত দেন সিইউজে নেতৃবৃন্দ। বিশেষ সাধারণ সভায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেটে সাংবাদিকদের স্বার্থবিরোধী ধারা, উপধারা সংযুক্ত করায় আইনি পদক্ষেপ গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন : লামায় রাজা পাড়া সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
আরো পড়ুন : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সুর্য।

সভার শুরুতে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেটের বিভিন্ন অসংগতি প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

প্রতিবেদনের উপর আলোচনা করেন সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, এম.নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, আবু তাহের মুহাম্মদ, আসিফ সিরাজ, সমীর কান্তি বড়ুয়া, তপন চক্রবর্তী, কুতুব উদ্দিন চৌধুরী ও রোকসারুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত, দৈনিক পূর্বদেশ ইউনিটের প্রধান রতন কান্তি দেবাশীষ, দৈনিক আজাদী’র খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের মিরাজ রায়হান, দৈনিক কর্ণফুলীর মোহাম্মদ আলী পাশা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের স.ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের হাসান নাছির, টেলিভিশন ইউনিটের অনিন্দ্য টিটোসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

শেয়ার করুন