প্রধানমন্ত্রীকে নয়া দিল্লীতে সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে ভারতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার (৩ অক্টোবর) নয়া দিল্লীতে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছালে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান।

আরো পড়ুন : লামায় রাজা পাড়া সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

এ সফরে প্রতিবেশী দুদেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদারে ১৮টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে ৪০টি দেশের ৮০০-এরও বেশি নেতা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী । পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরে বাংলাদেশ হাউজে তার সম্মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দেয়া এক নৈশভোজে যোগ দেন।