রাঙামাটিতে ৬ শিবির নেতাকর্মী গ্রেফতার

রাঙামাটিতে গোপন বৈঠকের সময় শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। রবিবার (১৯ মার্চ) রাতে শহরের ডিসি বাংলা পার্ক এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করলেও সোমবার (২০ মার্চ) দুপুরে পুলিশের কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, রাতে ডিসি বাংলো পার্ক এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনার করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেফতারকৃতরা হলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির স্কুলছাত্র বিষয়ক সম্পাদক এবং রংপুরের পীরগাছায় পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হারুন আল রশীদ (৩০), রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহম্মদ ইউসুফ বিন সিরাজ (৩০), রাঙামাটি শহরের আলফেসানি উচ্চ বিদ্যালয় কমিটির শিবির সভাপতি মুহম্মদ মনজুর আলম (১৮), শিবির কর্মী মুহম্মদ মোস্তফা কামাল (১৯), মুহম্মদ শাখাওয়াত হোসেন (১৬) ও মুহম্মদ ইরফানুল হক (১৭)।

হারুন আল রশীদ রংপুর কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় সাতটি মামলা আছে।

শেয়ার করুন