ভারতের সাথে জাতীয় স্বার্থ পরিপন্থী চুক্তি করেছেন প্রধানমন্ত্রী

মতবিনিময় সভায় সাবেকমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী

নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় অতিথিবৃন্দ।

চট্টগ্রাম : দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, ভারত সফরে গিয়ে জাতীয় স্বার্থ পরিপন্থী চুক্তি করে প্রধানমন্ত্রী সংবিধান লংঘন করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমুদ্র বন্দর, ফেনী নদীর পানি এবং জ্বালানী গ্যাস ভারতের হাতে তুলে দেয়ার যে চুক্তি করা হলো, তা সুস্পষ্টভাবে সংবিধান পরিপন্থী। সংবিধান লংঘনজনিত রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শামিল। সরকার অদ্যাবধি ভারতের সাথে কোন চুক্তিই সংসদে পেশ করেনি। যদিও বর্তমান সংসদে কার্যকর কোনো বিরোধী দল নেই। ভারতের সাথে সরকার কি কি চুক্তি করেছে তা জানার অধিকার বাংলাদেশের জনগণের অবশ্যই রয়েছে। এই অধিকার দেশের জনগণকে দেশের সংবিধানই দিয়েছে।

আরো পড়ুন : মেয়রের প্রশংসা করায় মহিলা দলনেত্রী মনি বহিষ্কার
আরো পড়ুন : প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় টিউলিপ সিদ্দিক

রবিবার (৬ অক্টোবর) বিকালে দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জাফরুল ইসলাম চৌধুরী, আবু সুফিয়ান ও মোস্তাক আহমেদ খান।

তিনি বলেন, রাষ্ট্র বিরোধী ও জাতীয় স্বার্থ পরিপন্থী এইসব চুক্তি করে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। তিনি দেশের স্বার্থরক্ষায় তার কৃত শপথ ভঙ্গের প্রমাণ দিয়েছেন। নিজ দেশের স্বার্থের চাইতে বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছেন। তিনি প্রধানমন্ত্রী পদে থাকার সাংবিধানিক সকল অধিকার হারিয়েছেন। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামীলীগ ৩০ ডিসেম্বর মিডনাইট ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্রকে হত্যা করে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুন:রুদ্ধার করতে দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঐক্যবদ্ধ সংগঠনই পারে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে। বর্তমান সরকারকে দুর্বার আন্দোলনের মাধ্যমে হটিয়ে বাংলাদেশের গনতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমেদ খান, সদস্য অধ্যাপক শহীদুল আলম বুলবুল, নাজমুল মোস্তাফা আমিন, এড. ফৌজুল আমিন, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, হাজী মোঃ ইছহাক চৌধুরী, অধ্যাপক এহসান এ মাওলা, নুরুল কবির, হাজী মো: রফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. মোহাম্মদ কাশেম চৌধুরী, জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চেয়ারম্যান আলহাজ্ব মো: হাসান চৌধুরী, এডভোকেট শওকত ওসমান চৌধুরী, সরোয়ার হোসেন, নুরুন নবী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: শহীদুল আলম শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের জাহাংগীর, সিনিয়র যুগ্মসম্পাদক মোজ্জাম্মেল হক, যুগ্মসম্পাদক মঞ্জুর উদ্দিন, জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসম্পাদক আবদুস সবুর, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক কেএম আব্বাস, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জিয়াউল কাদের জিয়া, ইকবাল হায়দার প্রমুখ।

শেয়ার করুন