ক্যাসিনো সম্রাট-আরমান কারাগারে

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমান

গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকে কুমিল্লার কারাগার পাঠানো হয়েছে। রোববার (৬ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে সম্রাটকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কারাগার সূত্র জানায়, তাকে সাধারণ বন্দী হিসেবে কারাগারে রাখা হয়েছে।

আরো পড়ুন : ভারতের সাথে জাতীয় স্বার্থ পরিপন্থী চুক্তি করেছেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন : মেয়রের প্রশংসা করায় মহিলা দলনেত্রী মনি বহিষ্কার

রোববার রাত পৌণে ১১টার দিকে আরমানকে কুমিল্লার কারাগার পাঠানো হয়। চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ১৪০টি ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে আরমানের বিরুদ্ধে র‌্যাব-৭ এর এসআই সজীব মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এ সময় মদ্যপ ছিলেন সম্রাট ও আরমান। তাদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।

শেয়ার করুন