সুখী দেশের শীর্ষে নরওয়ে, ১১০তম বাংলাদেশ

বিশ্বের ১৫৫ সুখী দেশের তালিকার শীর্ষে উঠেছে নিশীথ সূর্যের দেশ হিসেবে পরিচিত স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের দেশ নরওয়ে। জাতিসংঘের উদ্যোগে এ তালিকায় ১১০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তিনদিন আগে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এক প্রতিবেদনে বিশ্বের শীর্ষ সুখী দেশ হিসেবে ডেনমার্কের কথা জানায়। ওই প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১১০তম বলা হয়। সোমবার জাতিসংঘের প্রকাশিত নতুন এ তালিকায়ও বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২০মার্চ) আন্তর্জাতিক সুখ দিবসে বিশ্বের ১৫৫ সুখী দেশের এ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে ডেনমার্ককে হটিয়ে শীর্ষ সুখী দেশের জায়গা দখল করেছে নরওয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক আস্থা ও সমতা নিশ্চিত করার মাধ্যমে নাগরিক কল্যাণের মতো বিষয়গুলো উন্নত করায় তালিকার শীর্ষে এসেছে দেশটি।

নরওয়ের পরে জাতিসংঘের তৈরি এ তালিকার শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে, ডেনমার্ক (২য়), আইসল্যান্ড (তৃতীয়), সুইজারল্যান্ড (চতুর্থ), ফিনল্যান্ড (পঞ্চম), নেদারল্যান্ড (ষষ্ঠ), কানাডা (সপ্তম), নিউজিল্যান্ড (অষ্টম), অস্ট্রেলিয়া (নবম) ও সুইডেন (১০ম)।

তালিকার একেবারে নিচের দিকের ১০ সুখী দেশ হলো, সেন্ট্রাল অাফ্রিকান রিপাবলিক (১৫৫তম), বুরুন্ডি (১৫৪তম), তানজানিয়া (১৫৩তম), সিরিয়া (১৫২তম), রুয়ান্ডা (১৫১তম), টোগো (১৫০তম), গিনি (১৪৯তম), লাইবেরিয়া (১৪৮তম), দক্ষিণ সুদান (১৪৭তম) ও ইয়েমেন (১৪৬তম)।

জার্মানি ১৬তম, যুক্তরাজ্য ১৯তম ও ফ্রান্স ৩১তম হলেও যুক্তরাষ্ট্র একধাপ পিছিয়ে ১৪তম স্থানে রয়েছে।

শেয়ার করুন