স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন

চট্টগ্রাম : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম হালিশহর পুলিশ লাইন মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা ২০১৭ এর সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনালে বাঁশখালী ৩৬-২৮ পয়েন্টে আনোয়ারাকে এবং ২য় সেমিফাইনালে বোয়ালখালী ৬০-১৫ পয়েন্টে মিরসরাইকে পরাজিত করে।

সোমবার (২০ মার্চ) বিকালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাঁশখালী উপজেলা ২৯-২৮ পয়েন্টে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়র গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বোয়ালখালী উপজেলার আরাফাত হোসেন চৌধুরী।

খেলাশেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি নুরেআলম মিনা পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান।

সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, কাউন্সিলর মো: কামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী, ফরহাদ মুনির, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক মো: শাহ জালাল উদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন বাবর, পুলিশ লাইনের আর.আই আব্দুল ওয়াহাব, এস.আই মো: নায়েব খান, সাংবাদিক দেবাশিষ বড়–য়া দেবু, এজেডএম হায়দার, জাকির হোসেন লুল, সুবাস কারণ, প্রদীপ শীল, কাবাডি রেফারিবৃন্দসহ বিপুল ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন