পানির হাহাকার পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায়

পানির জন্য দীর্ঘ লাইন পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায়। ছবি : এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানি ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারে না! এসব সভা-সমাবেশের বক্তব্য। বাস্তবতা হলো নগরের পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় চারদিন ধরে পানি নেই। কখন এই পানি পাওয়া যাবে তাও জানি না আমরা। জনপ্রতিনিধি থেকে ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি দেখছেন না। দুর্ভোগের শেষ নেই শতাধিক পরিবারের। অথচ শহরের অনেক জায়গায় ওয়াসার পানি পরে যাচ্ছে পাইপ ফেটে। পানির দুর্ভোগে অতিষ্ঠ বাসিন্দারা এভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায় খালি কলস, বালতির দীর্ঘ লাইন। কখন পানি আসবে সেই অপেক্ষায় প্রহর গুণছেন বাসিন্দারা।

এসময় কথা হয় জহুর নামের একজনের সাথে। তিনি জানান, এই একটিমাত্র পানির কলের উপর প্রায় শতাধিক পরিবার নির্ভরশীল। কিন্তু গত চার দিন ধরে এলাকার এই কলটিতে পানি নেই। প্রাত্যহিক কাজ-কর্ম সারতে পারছেন না। পুরুষ বাসিন্দারা অন্যত্র গিয়ে গোসল কিংবা প্রাত্যহিক প্রয়োজন সারলেও মহিলাদের কষ্টের শেষ নেই।

পানির অভাবে গোসল করতে পারেননি আবদুল গোফরান শাহীন। রান্না হয়নি মুক্তা আক্তারের ঘরে। এমন অনেক পরিবারে পানির হাহাকার চলছে। দীর্ঘ চার দিনের পানির কষ্টে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।

একই কথা জানালেন কাউছার, আক্তার, মোবারকসহ এলাকাদিক বাসিন্দা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবী যথাদ্রুত সম্ভব পানির সমস্যা দূর করার।

শেয়ার করুন