ডিসি হিলে ভাড়া বৃদ্ধি
সংস্কৃতি কর্মীদের ক্ষোভ, আন্দোলনের ঘোষণা

চট্টগ্রাম : ডিসি হিলের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা রাখার অজুহাতে দুই হাজার থেকে এক লাফে দশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করায় ক্ষোভের সৃস্টি হয়েছে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গণজুড়ে। ভাড়া বৃদ্ধির বিষয়টিকে ‘অযৌক্তিক’ এবং ‘সুস্থ সংস্কৃতি চর্চার’ প্রতিবন্ধক বলে উল্লেখ করে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা বলছেন, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে প্রশাসন সরে না এলে তারা আন্দোলনে নামবেন।

ডিসি হিলের নিরাপত্তা দেয়ার মত সক্ষমতা কি স্থানীয় প্রশাসনের নেই? -এমন প্রশ্ন ছুড়ে দিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন নিরাপত্তা দিবে প্রশাসন আর ময়লা-আবর্জনা পরিষ্কার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

‘বোবার শত্রু নাই’ নামে আল-রহমান তার ফেসবুক ওয়ালে লিখেছেন- ডিসি হিল কার? যদি রাষ্ট্র, সরকার এবং চট্টগ্রামবাসীর হয় তবে এ নগরের ভোটার হিসেবে আমি সবিনয়ে দাবি জানাচ্ছি, ডিসি হিলের মুক্তমঞ্চে অনুষ্ঠান করার জন্য ১০ হাজার দূরে থাক এক টাকাও যাতে না নেওয়া হয় সেই ঘোষণা চায় চট্টগ্রামবাসী। তারা জানতে চায়, ডিসি হিলে ফুলের নার্সারিগুলো আর মোমিন রোডের দোকান ভাড়া বাবদ বছরে কত আয় হয়? চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, পৌরকর বাড়ালে সরকার অজনপ্রিয় হবে। আমি মনে করি, ডিসি হিলের ভাড়া বাড়লে সাংস্কৃতিকভাবে চট্টগ্রাম হবে বন্ধ্যা। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন এ জনপদে উল্টোপথে হাঁটবে। সংস্কৃতি চর্চা মুখ থুবড়ে পড়বে। এমনিতে আমাদের শিল্পী, কলাকুশলী, সংগঠকরা মানবেতর জীবন কাটাচ্ছেন, পৃষ্ঠপোষকতা নেই। পাঠ্যবইয়ের মতো ডিসি হিলের ভাড়া এক লাফে চার ‍গুণ বাড়ানোর এ সিদ্ধান্তকেও হেফাজত বিবৃতি দিয়ে সাধুবাদ জানাবে। আমি ডিসি হিলের আর উন্নয়ন চাই না। সীমানা প্রাচীর দিয়ে, ফটক দিয়ে, দু-একটি ওয়াকওয়ে দিয়ে যদি ডিসি হিলই চট্টগ্রামবাসীর কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়ে থাকে তা হবে সাংঘাতিক। ময়লা হলে ওয়ার্ড কাউন্সিলর, চসিক পরিষ্কার করুক।

জানা গেছে, ডিসি হিলের নিরাপত্তা বৃদ্ধির জন্য এখানে আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ফলে ‘নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা’ এ দুটোকে উপলক্ষ করে ডিসি হিলে যে কোন অনুষ্ঠান করার ক্ষেত্রে ১০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন।

আয়োজকরা জানান, তিন বছর আগেও ‘ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলে কোন ‘ফি’ দিতে হতো না। ২০১৩ সালের শেষের দিকে এসে প্রথমবার আয়োজকদের জন্য পাঁচশ টাকা ফি নির্ধারণ করে দেন চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক আবদুল মান্নান (বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব)। পরবর্তীতে ২০১৫ সালে এ ফি এক হাজার টাকায় উন্নীত করেন তৎকালীন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন (বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব)। সর্বশেষ বর্তমান জেলা প্রশাসক সামসুল আরেফিন পূর্বের নির্ধারিত ফি এক হাজার টাকাকে দ্বিগুণ করে তা দুই হাজার টাকায় উন্নীত করেন। এখন বছর ঘুরতেই আবার দুই হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হল।

ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে জেলা প্রশাসক সামসুল আরেফিন জানান, ‘আগে দুই হাজার টাকা ছিল এখন দশ হাজার টাকা নেয়া হবে। এখানে দুটো কারণ। প্রথমত যারা ভাড়া নেন তারা অনেক বেশি ময়লা করে ফেলেন। এগুলো পরিষ্কার করতে অনেক খরচের প্রয়োজন হয়। দ্বিতীয়ত আছে নিরাপত্তার বিষয়টি। এখানে নিরাপত্তা জোরদার করা হবে। যেহেতু এখন জঙ্গিতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তাই এখানে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এইজন্য আমরা আনসার নিয়োগ দেব। এদের বেতনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। অন্য কোন উদ্দেশ্য নেই।’ সংস্কৃতি কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন- ‘তাদের সঙ্গে আমরা বসবো। বসে সিদ্ধান্ত নেব’।

সংস্কৃতি দর্শকরা জানিয়েছেন, চট্টগ্রামের যান্ত্রিক শহরে বিনোদনের তেন কোন জায়গা নেই ডিসি হিল ছাড়া। সংস্কৃতির আতুঁড়ঘর ডিসি হিল। বছরজুড়ে সংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া প্রতিদিন সকালে হাজারো মানুষের পদভারে মুখর হয়ে উঠে ডিসিহিল। আর ডিসি হিলের ভাড়ার বিষয়টি পুন বিবেচনা করতে পারে কর্তৃপক্ষ।

সংস্কৃতি কর্মীরা বলছেন, ডিসি হিল চট্টগ্রামের সাংস্কৃতিক কেন্দ্রের আতুঁড়ঘর। ১৯৭৮ খ্রিস্টাব্দে প্রথমবার পহেলা বৈশাখ উদযাপিত হয় ডিসি হিলে। পরবর্তীতে ডিসি হিলের পহেলা বৈশাখ উৎসব হয়ে উঠে চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এছাড়া বছরের বিভিন্ন সময়ে ডিসি হিলে অনুষ্ঠিত হয় বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বসন্ত উৎসব, অমর একুশে, স্বাধীনতার বইমেলা, পিঠা উৎসব, নাটক, আবৃত্তি উৎসব ও পুস্প মেলাসহ নানা আয়োজন। এই অঞ্চলের লোকজন ডিসি হিলের সাথে তাদের নাড়ির সম্পর্ক। ফলে, ডিসি হিলকে ঘিরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ঢল নামে অগণিত জনমানুষের। বৈশাখী মেলায় ডিসি হিল সন্নিহিত কয়েক কিলোমিটার আশপাশ জুড়ে হাজারো মানুষ মেতে উঠে উৎসবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি ) এর আর্টিস্টিক ডিরেক্টর আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়ে সংস্কৃতি কর্মীরা শুধু আপত্তি নয়, রীতিমত ক্ষোভ প্রকাশ করছেন। প্রথমে পাঁচশ টাকা, তারপর এক হাজার টাকা এবং দু হাজার টাকা করা হয়েছিল। এখন দশ হাজার টাকা। এটাকে অস্বাভাবিক বৃদ্ধি বলা যায়। এখানে ডিসি তো রীতিমত ব্যবসা শুরু করে দিচ্ছেন। আমার মনে হয় কোন একটি চক্র চায় না এখানে সাংস্কৃতিক বলয় গড়ে উঠুক। এ বিষয়ে আমরা ডিসির সঙ্গে দেখা করবো। যদি ভাড়া কমানো না হয় সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে যাব।’

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার সুচরিত দাশ খোকন বলেন, ‘চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের আন্দোলনের ফসল আজকের ডিসি হিল। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তটি সংস্কৃতির জন্য মারাত্মক আঘাত। এমনিতেই চট্টগ্রামে ভাল হল নেই, আছে টিআইসি। সেটারও ভাড়া বেশি। ডিসি হিলকে ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে।

বিভিন্ন সংগঠনের প্রতিবাদ :
ডিসি হিলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিবৃতিতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারপূর্বক পূর্বের ভাড়া বহাল রেখে ডিসি হিল নজরুল মঞ্চকে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক করার জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, ‘বাংলার মুখ’ এর সভাপতি সাইফুল আলম বাবু, সাধারণ সম্পাদক নুবুয়াত আরা সিদ্দিকী, সহ-সভাপতি সঙ্গীত শিল্পী মানস পাল, ইকবাল হায়দার, নাট্যজন জাহাঙ্গীর কবির, শাখাওয়াত হোসেন সাকু, জসিম উদ্দিন মিঠুন, যুগ্ম সম্পাদক সঙ্গীত শিল্পী কামরুল আজম টিপু, আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম, নাট্যজন মো. শাহ আলম চৌধুরী; চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল ১৮টি আবৃত্তি সংগঠনের সম্মিলিত পরিষদ চট্টগ্রাম এর সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক মাহবুুর রহমান মাহফুজ; চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামভুক্ত নাট্যদলসমূহের পক্ষে অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক সন্‌জীব বড়ুয়া, আকবর রেজা, গোলাম মতুর্জা রাজ্জাক, আলোক মাহমুদ, অভিজিৎ সেনগুপ্ত, তাপস শেখর, মোস্তফা কামাল যাত্রা, উত্তম বিশ্বাস, শামসুদ্দিন কবীর লিটন, সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে সাধারণ সম্পাদক খোরশেদ আলম স্বাক্ষরিত বিবৃতিতেও ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন