অমুল্য সওদাগরের চিরবিদায়;দক্ষিণ কাট্টলী আ’লীগের সভাপতি অধ্যাপক ইসমাইলের শোক

সাবেক গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিনের সঙ্গে অধ্যাপক ইসমাইলসহ অন্যান্যদের ছবিতে দেখা যাচ্ছে। প্রয়াত অমূল্য সওদাগরের সঙ্গে কুশল বিনিময় করছেন তারা।

১২২ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন দক্ষিণ কাট্টলীর সবচেয়ে প্রবীণ মানুষ ফইল্যাতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অমর কৃঞ্চ নাথ প্রকাশ অমূল্য সওদাগর। তার পরলোকগমনে শোক জানিয়েছেন দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো.ইসমাইল।

অমূল্য সওদাগরের মৃত্যুর সংবাদ শুনে ছুটে গেছেন দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো.ইসমাইল। তিনি নয়াবাংলাকে বলেন, তিনি শুধু এলাকার সবচেয়ে বেশি বয়সী মানুষ ছিলেন না তিনিঁ একজন প্রবীণ সওদাগরও ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, তার বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ফইল্যাতলী বাজার সংলগ্ন নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়ে,আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এলাকায় সবচেয়ে বয়স্ক মানুষটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকে দূরদুরান্ত থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমাতে থাকে। দীর্ঘদিন বাঁচার সুবাদে অসংখ্য মানুষের সঙ্গে তার হৃদ্যতা সম্পর্ক গড়ে ওঠে।

শেয়ার করুন