ফুটবল উন্নতিতে বাংলাদেশ,ট্রাফিক জ্যামকে ধন্যবাদ:ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশে অবস্থান করছেন। সংক্ষিপ্ত সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের পর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পুরো সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি। তিনি বলেন, সত্যি বলতে আমি এমন একটি দেশকে খুঁজে পেয়েছি যেখানে শুধু ফুটবল খেলাই হয়না এখানকার লোকদের স্বপ্নই ফুটবল। আর এটাই ফিফার মূল উদ্দেশ্য।

‘সকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানে ফুটবল নিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।’

ইনফান্তিনো বলেন, বাংলাদেশের ফুটবল দারুণ উন্নতি করছে। বিশেষ করে নারী ফুটবল। এছাড়া সম্প্রতি ছেলেরা ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। যা ইতিবাচক।

এসময় তিনি রাজধানী ঢাকার ট্রাফিক জ্যাম নিয়েও রসিকতা করেন। বলেন, ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ। সেখানে বসে আমি সভাপতির সঙ্গে ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করেছি।

শেয়ার করুন