আফগানিস্তানে জুমার নামাযে বোমা হামলা নিহত ৬২ আহত ১০০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় জোড়া বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের বার্তা সংস্থা ডন এ প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্য ডনের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে যেন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছেন, নিহত সবাই জুম্মার নামাজ আদায় করতে এসেছিলেন।

প্রদেশটির রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী জেলা হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের সঙ্গে প্রায় ৬২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আফগানিস্তানে সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতিসংঘের এমন বক্তব্যের একদিন পরই এ ঘটনা ঘটল।

শেয়ার করুন