মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতার প্রাথমিক আবেদন শুরু

এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা-২০১৭ এর প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে এবারের পর্ব নিয়ে ৪র্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে শিক্ষকদের প্রেষণামূলক কার্যক্রম মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা-২০১৭। এই প্রতিযোগিতার মূল প্রাতিপাদ্য বিষয় হলো- শিক্ষকদের দ্বারা ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যবহার এবং শিক্ষক বাতায়নে শেয়ারিং এর মাধ্যমে টিচিং লার্নিং এ পরিবর্তন আনা।

এটুআইয়ের মাধ্যমে ইতিমধ্যে একদল মডেল কনটেন্ট ডেভলপার তৈরি করা হয়েছে যারা প্রায় এক হাজারেরও বেশি কনটেন্ট তৈরি করেছেন। প্রতিটি জেলায় ১-৩ জন অ্যাম্বাসেডর তৈরি করা হয়েছে যারা শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে শিক্ষকদের উৎসাহ এবং পরামর্শ দিচ্ছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে জেলা থেকে শিক্ষকরা বাছাই হবেন, তারপর বিভাগীয় পর্যায় এবং সবশেষে ফাইনাল রাউন্ড (ঢাকায়) আয়োজনের মাধ্যমে সেরা দশজন শিক্ষক বাছাই করা হবে।

‘শিক্ষকবাতায়নে’ প্রবেশ করে সংযুক্ত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষকরা। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল।

উল্লেখ্য, এই প্রতিযোগিতাটি প্রথম শুরু হয় ২০১১ সালে, পরবর্তীতে ২০১৩ এবং ২০১৫ সালেও শিক্ষকদের নিয়ে এই আয়োজনটি হয়।

শেয়ার করুন