মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই

আবিদ হত্যাকারীদের বিচারের দাবীতে মা মোসাম্মদ সৈয়দুর নেছার সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী আপনি একজন এতিম। স্বজন হারানোর কষ্ট কি আপনি বুঝবেন। আমার মৃত্যুর আগে মাননীয় প্রধানমন্ত্রী আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।

চমেক হাসাপাতালের মেধাবী ছাত্র আবিদ হত্যার সকল খুনিদের বেখসুর খালাসের প্রতিবাদ ও বিচারের দাবীতে সোমবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কান্ন জড়িত কণ্ঠে এই দাবী জানান নিহত আবিদের মা মোসাম্মদ সৈয়দুর নেছা।

মোসাম্মদ সৈয়দুর নেছা আরো বলেন, আপনি বলেছেন সন্ত্রাসীদের কোন দল নেই। তারা শুধু সন্ত্রাসী। সন্ত্রাসীদের কোন ছাড় নেই। বুয়েট ছাত্র আবরার যেভাবে মারা গেছে একইভাবে আমার ছেলেও সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। আবরার বিচার যদি দ্রুত আইনে হয়, আমার ছেলের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে হবে না কেন। আমার ছেলের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে করা হোক।

লিখিত বক্তব্যে আবিদের বড়ভাই জিল্লুর রহমান বলেন, ২০১১ সালের ১৯ অক্টোবর চমেক হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র আবিদুর রহমান আবিদকে পরিক্ষা শেষে ক্যাস্পাস থেকে ধরে নিয়ে চমেকের সামনে তথাকথিত টর্চার সেলে ধরে নিয়ে.তার সহপাঠী বড়ভাই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হকিস্টিক, লাঠি,লোহার রড দিয়ে পিটিয়ে মৃত্যু হয়েছে ভেবে ফেলে চলে যায়। আহত আবিদকে চমেক ভর্তি না করিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। সহপাঠীদের আন্দোলনে মুখে চমেকে ভর্তি করা হলেও ২০ অক্টোবর রাত আটটায় আবিদ মারা যায়। আবিদের জানাযা চমেক হাসপাতালের মাঠে করতে দেয়নি। আসামীদের পক্ষে নিয়ে কলেজের অধ্যক্ষ চমেক হাসাপাতাল বন্ধ ঘোষনা করে দেয়।

জিল্লুর রহমান আরো বলেন, আইনের বিধান হচ্ছে মামলার চার্জশিট আসলে তা বাদীকে জানানো। চার্জশিটের খবর না পাওয়ায় আমরা নারাজি দিতে পারি নি, চার্জশিট থেকে ১০ আসামী অব্যহতি দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ও মামলাটি দ্রুত শেষ করার জন্যেও মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। মামলার হত্যা ও অপহরণের হুমকি দেওয়ায় বাদী নিয়মিত আদালতে হাজির হতে পারে নাই। আবিদের হত্যাকারীরা বেখসুর খালাসের খবর শুনে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আবিদ হত্যার ন্যায় বিচার পাব।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আবিদের বড়ভাই মনছুর রহমান, বোন মুশের্দা ইয়াছমিন, সাজেদা ইয়াছমিনসহ ভাবী ভাতিজা প্রমুখ।

শেয়ার করুন