কোনো পুলিশ ভাব নিলে চাকরি থাকবে না :ডিএমপি কমিশনার

(ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম-ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না। জনগণের সঙ্গে মিশতে হবে, কাজ করতে হবে। শনিবার(২৬ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার নিজের বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবেন না। বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশে যুক্ত আটজন সাধারণ নাগরিক এবং ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন