সাকিব একটা ভুল করে ফেলেছে, বিসিবি পাশে থাকবে বললেন প্রধানমন্ত্রী

সাকিব একটা ভুল করে ফেলেছে, বিসিবি পাশে থাকবে বললেন প্রধানমন্ত্রী

ক্রিকেটে চলমান বিতর্কিত বিষয় দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার এ বিষয়ে কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী শেষ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বলেন, সাকিব একটা ভুল করে ফেলেছে। আইসিসি কোনো ব্যবস্থা নিলে বেশিকিছু করার থাকে না। তবে বিসিবি সাকিবের পাশে থাকবে।

মঙ্গলবার গণভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনেক বিষয়ের সঙ্গে ক্রিকেট, ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের পরিচালনা ও সাকিবকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : ঘুষের টাকাসহ মহেশখালীতে কানুনগো গ্রেফতার
আরো পড়ুন : আকবরশাহর নন্দন হাউজিংয়ে ‘হ্যালো ওসি’

সাকিব জুয়াড়ির কাছে প্রস্তাব পেয়ে সেটি তাৎক্ষণিক ভাবে না করে দিলেও নিয়ম অনুযায়ী তা আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসুকে জানাননি বলে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন, দেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর ক্রীড়াঙ্গন ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এই বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর যেটা ভুল হয়েছে, যখন যোগাযোগ করেছে, বিষয়টি ও গুরুত্ব দেয়নি। বিষয়টা আইসিসিকে জানায়নি। নিয়ম হচ্ছে, সঙ্গে সঙ্গেই জানানো উচিত ছিল। এটা ভুল করে ফেলেছে। বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে, সবধরনের সহযোগিতা করবে।’

‘আইসিসি কোনো ব্যবস্থা নিলে আমাদের খুব বেশি করার কিছু থাকে না। যেহেতু সে আমাদের দেশের ছেলে, খেলোয়াড় হিসেবে একটি অবস্থান আছে, একটা ভুল সে করেছে এটা ঠিক, সেটা বুঝতেও পেরেছে। বিসিবি বলেছে তার পাশে থাকবে। যদিও খুব বেশি কিছু করার থাকে না এক্ষেত্রে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ধর্মঘট ডেকে ক্রিকেটারদের দাবি আদায় ও বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট প্লেয়ারদের এই ধর্মঘট, হঠাৎ করে ধর্মঘট ডাকা, তাদের যদি কোনো দাবিদাওয়া থাকত তারা বোর্ডকে জানাতে পারত। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট করতে তো আগে দাবিদাওয়া জানায়, একটা সময় দেয়, একটা নোটিশ দেয়, দাবি জানায়। তারপর ধর্মঘট ডাকে। পরে আলোচনা হয়েছে, এখন বোর্ডের সঙ্গে ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। আমরা বা বিসিবি খেলোয়ারদের যেভাবে সমর্থন দেই, খুব কম দেশ তা করে।’

বিসিবির পরিচালকদের একজন ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে সাফল্য এনে দেয়া খেলার বোর্ডে এমন সংগঠকদের জায়গা পাওয়া প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘এর সাথে ক্যাসিনো টেনে এনেছেন, সেটা আসলে ঠিক না। একজন ক্রিকেট বোর্ডে ছিল, এর সাথে ক্রিকেটের কিছু নেই। যে ধরা পড়েছে, তার সাথে ক্রিকেটের কিছু নেই, সে হয়ত ক্রিকেট বোর্ডে ছিল। তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয়েছে।’

ক্যাসিনোর মতো বেআইনি বিষয়গুলো নিয়ে কেনো সংবাদমাধ্যমে প্রতিবেদন আসেনি সে বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটু সাহায্য করেন, আরেকটু খুঁজে বের করেন কোথায় কী ঘটছে।’

শেয়ার করুন