দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

সভাপতির বক্তব্য রাখছেন, অধ্যাপক ইসমাইল হোসেন।

নগরীর ১১নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতা হত্যা (৩ রা নবেম্বর জেল হত্যা ) দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩ রা নভেম্বর) রাত ৮ টায় নগরীর ফইল্ল্যাতলী ১১নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ডে কার্য্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।

১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আ,লীগের প্রচার সম্পাদক মো,হানিফ।

এতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর। প্রধান অতিথি বলেন  ৩ রা নভেম্বর কে ইতিহাসের নেক্কার জন হত্যা কান্ড।  এ হত্যা কান্ডকে জাতি ধিক্কার জানায়। চলমান পেঁয়াজ নিয়ে সংকট সাময়িক বলে এ সমস্যা খুব সহজে সমাধান হবে বলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইসমাইল বলেন, ৭৫ পরবর্তী জাতীয় চার নেতা কে কিছু কু-চক্রি মহল হত্যা করেও বঙ্গবন্ধুর আদর্শকে বিনাশ করতে পারেনি। আমরা আরও শক্তিশালী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। তিনি আরও বলেন কোন অনুপ্রবেশকারী যেন দলে ঢুকতে না পারে সজাগ থাকতে হবে। আমরা মাদক জঙ্গি ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আগামীতে আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আপনাদের সেবা করতে চায় আপনাদের দোয়ায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়তলী থানা আ,লীগের সহ সভাপতি অহিদুল আমীন, খোকন দেব নাথ, ওয়ার্ড আওয়ামীলিগ কার্য্য করি সদস্য ইকবাল হোসেন,দক্ষিণ কাট্রলী ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আবছার, শ্রম বিষয়ক সম্পাদ আব্দু মন্নান, পাহাড়তলী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আনোয়ার জাহিদ তানভির, ২ নং ইউনিট আওয়ামীগের সভাপতি আক্তার হোসেন। আওয়ামী মহিলা নেত্রী রাধা রাণী টুনটুমুন, আওয়ামীলীগ, যুব লীগ,ছাত্র লীগ সহ এলাকার গণ্যমান্যব্যক্তি ও সকল শ্রেণী  পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন