সবুজ বাংলা বহুমুখী উন্নয়ন সংস্থার আলোচনা সভায়-
ডেইলি স্টার পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী ঈসা খান- পরিচ্ছন্নতায় মন কাড়ে,নিরাপত্তায় মান বাড়ে

বক্তব্য রাখছেন এনবি গ্রুপের ব্যবস্থাপক ও ডেইলি স্টার পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী ঈসা খান।

হাকিম মোল্লা:পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা করেছে সবুজ বাংলা বহুমুখী উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর হাজী এয়ার আলী খান ( সও:) বাড়ী প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনবি গ্রুপের ব্যবস্থাপক ও দেশের স্বনামধন্য ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র শিল্পী মো: ঈসা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবীদ সমাজ সেবক মো: শফিউল আলম বাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সবুজ বাংলা বহুমুখী উন্নয়ন সংস্থার  সভাপতি আফাজ উল্লাহ, আসাদুজ্জামান শিবলী,  ব্যবসায়ী ও সমজ সেবক মো: লেয়াকত আলী খান, সার্ক মানবাধিকার সংস্থার সমাজ কল্যাণ সংগঠক মোঃ মুুুসা খান।

সভায় প্রধান অতিথি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হলে সবাইকে যার যার স্থান থেকে সচেতন হতে হবে। আমরা সবাই সচেতনতার বিষয়ে জানি ও বুঝি কিন্তু মানি না। এই না মেনে চলাই আমাদের বড় প্রতিবন্ধকতা। এটিকে জয় করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে ঈসা খান বলেন, একটি প্রবাদ আছে ‘পরিচ্ছন্নতায় মন কাড়ে, নিরাপত্তায় মান বাড়ে’ এটি যদি আমরা মেনে চলি আমাদের লাইফ স্টাইলে যেমন পরিবর্তন আসবে তেমনি বিদেশীদের কাছেও আমাদের মান-ইজ্জত বাড়বে।

শেয়ার করুন