রাত ৮টা থেকে ৯টার মধ্যে আঘাত হানতে পারে ‘বুলবুল’: ত্রাণ প্রতিমন্ত্রী

বুলবুলের প্রভাবে সাগর উত্তাল -ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার(৯ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার(৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুল এখন (দুপুর ১টা) বাগেরহাটের মোংলা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় সাতটি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরের প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে আনা হয়েছে। দুপুরের মধ্যে আরো ১৫ লাখ মানুষকে সরিয়ে আনা হবে। এসব এলাকার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আসতে চায় না। জোর করে হলেও তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে।

শেয়ার করুন