
চট্টগ্রাম : প্রিয়নবীর জুলুসে যোগ দিতে সকাল থেকেই ছুটে আসছে মানুষ। বেলা বাড়ার সাথে সাথে মানুষও বাড়তে থাকে। এর পর লোকে লোকারণ্যে পরিণত হয় ষোলশহরের জামেয়া আহম্মদিয়ার ময়দান। এর পর সড়কদ্বীপ, ফুটওভার ব্রিজ, উড়াল সেতু, বাসাবাড়ির ব্যালকনি ছাদে শুধু মানুষ আর মানুষ।
রবিবার (১০ নভেম্বর) সকাল সোয়া ১০টায় মুরাদপুরের চিত্র এমনই ছিল।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহের (মজিআ) নেতৃত্বে জুলুস বের হয় সকাল ১০টায়।
আরো পড়ুন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করছেন না মোশাররফ করিম
আরো পড়ুন : ঘূর্ণিঝড় বুলবুল : জেএসসি-জেডিসির মঙ্গলবারের পরীক্ষাও পেছাল
জুলুসের বিশেষ গাড়িতে হুজুর কেবলার সঙ্গে আছেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মজিআ), আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা, পিএইচপি ফ্যামিলির পরিচালক সুফি মিজানুর রহমান, আনজুমানের ভিপি মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মো. সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক প্রমুখ।
গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, জামেয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে শুরু হওয়া জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, প্রেসক্লাব, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, মুরাদপুর হয়ে জামেয়া মাদ্রাসা মাঠে মিলিত হবে।
এর মধ্যে কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা বক্তব্য দেবেন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করবেন। এরপর জুলুস মাদ্রাসা মাঠে ফিরবে। সেখানে জোহরের নামাজশেষে আখেরি মোনাজাত হবে।